০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

দেশের ২২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকতে পারে। গতকাল ছয় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। এদিকে সর্বনিম্ন তাপমাত্রাও কমে ৮ দশমিক ১ ডিগ্রিতে নেমেছে আজ। গতকাল দেশের তিনটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুর এবং নওগাঁর বদলগাছী পর্যবেক্ষণাগারে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছী পর্যক্ষেণাগারে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সারাদেশেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির মধ্যে রয়েছে। এদিন দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট পর্যক্ষেণাগারে ৮ দশমিক ৪ ডিগ্রি, তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলা ও সৈয়দপুর পর্যবেক্ষণাগারে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া টাঙ্গাইলে সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি, বগুড়ায় সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ২ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি, যশোর ও কুষ্টিয়ার কুমারখালীতে ৯ দশমিক ৮ ডিগ্রি, মাদারীপুরে ৯ দশমিক ৯ ডিগ্রি, ‍কিশোরগঞ্জের নিকলী ও রাজশাহী পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

পূর্বাভাসে শৈত্যপ্রবাহ সম্পর্কে জানা গেছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলা এবং রংপুর (রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট জেলা) ও রাজশাহী (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট জেলা) বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা সম্পর্কে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এসময়ে ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ওই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

তাপমাত্রা সম্পর্কে জানানো হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সূত্র: ঢাকা টাইমস

২২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

প্রকাশিত: ১২:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

দেশের ২২ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকতে পারে। গতকাল ছয় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। এদিকে সর্বনিম্ন তাপমাত্রাও কমে ৮ দশমিক ১ ডিগ্রিতে নেমেছে আজ। গতকাল দেশের তিনটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুর এবং নওগাঁর বদলগাছী পর্যবেক্ষণাগারে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছী পর্যক্ষেণাগারে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সারাদেশেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির মধ্যে রয়েছে। এদিন দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট পর্যক্ষেণাগারে ৮ দশমিক ৪ ডিগ্রি, তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলা ও সৈয়দপুর পর্যবেক্ষণাগারে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া টাঙ্গাইলে সর্বনিম্ন ৮ দশমিক ৯ ডিগ্রি, বগুড়ায় সর্বনিম্ন ৯ দশমিক ১ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ২ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি, যশোর ও কুষ্টিয়ার কুমারখালীতে ৯ দশমিক ৮ ডিগ্রি, মাদারীপুরে ৯ দশমিক ৯ ডিগ্রি, ‍কিশোরগঞ্জের নিকলী ও রাজশাহী পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

পূর্বাভাসে শৈত্যপ্রবাহ সম্পর্কে জানা গেছে, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলা এবং রংপুর (রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট জেলা) ও রাজশাহী (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট জেলা) বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা সম্পর্কে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এসময়ে ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ওই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

তাপমাত্রা সম্পর্কে জানানো হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সূত্র: ঢাকা টাইমস