১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৭ ঘণ্টায় ভোট পড়েছে ৩২৯, বাইরে শতাধিক নেতাকর্মীর জটলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে সাড়ে সাত ঘণ্টা পার হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। ফলে কেন্দ্রে দ্বায়িত্বরত প্রিসাইডিং অফিসার ও আনসার সদস্যদের অলস সময় পার করতে দেখা গেছে।

রবিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট সদর উপজেলার চারটি ভোট কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরজমিন এসব কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুবই কম। নেই কোনো সিরিয়াল। থেমে থেমে কয়েকজন ভোটার আসছেন। নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন। তবে কেন্দ্রের সামনে ও বাইরে বহিরাগতদের জটলা বেশি। তারা মাঝেমধ্যে কেন্দ্রের ভেতরে ঢুকছেন, আবার বাইরে যাচ্ছেন। জটলা হয়ে এক জায়গা অবস্থান করছেন। সাংবাদিক কিংবা গণমাধ্যমের ক্যকমেরা দেখলেই লাইনে এসে দাড়াচ্ছেন।

সিলেট সদর উপজেলা হাটখোলা ইউনিয়নের হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুজন চন্দ্র সরকার জানান, দুপুর ১২টা পর্যন্ত ৩২৯টি ভোট পড়েছে। এখানে মোট ভোটার ৩ হাজার ২৬৪ জন।

হেনা বেগম নামের এক ভোটার জানান, তিনি এসে সহজেই ভোট দিতে পেরেছেন। কোনো ঝামেলা হয়নি। নেই কোনো সিরিয়ালও।

পুরান কালারুকা পুরুষ ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল গাফফার জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার কেন্দ্রে ভোট পড়েছে ১৬০টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৮০৫।

পুরান কালারুকার একটি নারী ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ড. অশোক বিশ্বাস জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার কেন্দ্রে ভোট পড়েছে ২৯৬টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩০৮।

ওই এলাকার অপর আরেকটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আতিকুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার কেন্দ্রে ভোট পড়েছে ২৯৯টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৯৯৬।

সিলেট-১ আসনের মধ্যে নৌকা প্রতীকে নির্বাচন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এছাড়াও আরও চান স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশের মর্যাদাপূর্ণ এই আসনে।

বিষয়

৭ ঘণ্টায় ভোট পড়েছে ৩২৯, বাইরে শতাধিক নেতাকর্মীর জটলা

প্রকাশিত: ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে সাড়ে সাত ঘণ্টা পার হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। ফলে কেন্দ্রে দ্বায়িত্বরত প্রিসাইডিং অফিসার ও আনসার সদস্যদের অলস সময় পার করতে দেখা গেছে।

রবিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট সদর উপজেলার চারটি ভোট কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরজমিন এসব কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুবই কম। নেই কোনো সিরিয়াল। থেমে থেমে কয়েকজন ভোটার আসছেন। নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন। তবে কেন্দ্রের সামনে ও বাইরে বহিরাগতদের জটলা বেশি। তারা মাঝেমধ্যে কেন্দ্রের ভেতরে ঢুকছেন, আবার বাইরে যাচ্ছেন। জটলা হয়ে এক জায়গা অবস্থান করছেন। সাংবাদিক কিংবা গণমাধ্যমের ক্যকমেরা দেখলেই লাইনে এসে দাড়াচ্ছেন।

সিলেট সদর উপজেলা হাটখোলা ইউনিয়নের হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুজন চন্দ্র সরকার জানান, দুপুর ১২টা পর্যন্ত ৩২৯টি ভোট পড়েছে। এখানে মোট ভোটার ৩ হাজার ২৬৪ জন।

হেনা বেগম নামের এক ভোটার জানান, তিনি এসে সহজেই ভোট দিতে পেরেছেন। কোনো ঝামেলা হয়নি। নেই কোনো সিরিয়ালও।

পুরান কালারুকা পুরুষ ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল গাফফার জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার কেন্দ্রে ভোট পড়েছে ১৬০টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৮০৫।

পুরান কালারুকার একটি নারী ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ড. অশোক বিশ্বাস জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার কেন্দ্রে ভোট পড়েছে ২৯৬টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩০৮।

ওই এলাকার অপর আরেকটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আতিকুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার কেন্দ্রে ভোট পড়েছে ২৯৯টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৯৯৬।

সিলেট-১ আসনের মধ্যে নৌকা প্রতীকে নির্বাচন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এছাড়াও আরও চান স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশের মর্যাদাপূর্ণ এই আসনে।