০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে বিএনপির লাঠি মিছিল

সরকারের পদত্যাগ ও একতরফা নির্বাচন বাতিলের দাবি এবং ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীতে লাঠি মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কারওয়ান বাজার এলাকায় এ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিল থেকে ‘অবৈধ নির্বাচন মানি না মানব না’, ‘ডামি নির্বাচন মানি না মানব না’, ‘একতরফা নির্বাচন মানি না মানব না’, ‘ভোট চোর, ভোট চোর শেখ হাসিনা ভোট চোর’- এসব স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। অন্যটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী।

তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানান।

সূত্র: জাগো নিউজ

বিষয়

রাজধানীতে বিএনপির লাঠি মিছিল

প্রকাশিত: ০৫:৪১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

সরকারের পদত্যাগ ও একতরফা নির্বাচন বাতিলের দাবি এবং ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীতে লাঠি মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কারওয়ান বাজার এলাকায় এ মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিল থেকে ‘অবৈধ নির্বাচন মানি না মানব না’, ‘ডামি নির্বাচন মানি না মানব না’, ‘একতরফা নির্বাচন মানি না মানব না’, ‘ভোট চোর, ভোট চোর শেখ হাসিনা ভোট চোর’- এসব স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। অন্যটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী।

তিনি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানান।

সূত্র: জাগো নিউজ