১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা, আহত ১০

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। এসময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন বাধা দেন। পরে মিছিলে হঠাৎ অর্ধশত হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অন্যদিকে, স্বতন্ত্র তাহমিনা বেগম মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ড. আবদুস সোবহান গোলাপ মিয়া, স্বতন্ত্র কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, তৃণমূল বিএনপির প্রবীণ হালাদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের নকুল কুমার বিশ্বাস, জাতীয় পার্টির আব্দুল খালেক ও জাকের পার্টির ইকবাল হোসেন।

বিষয়

স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা, আহত ১০

প্রকাশিত: ০১:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন কর্মী-সমর্থকরা। এসময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন বাধা দেন। পরে মিছিলে হঠাৎ অর্ধশত হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অন্যদিকে, স্বতন্ত্র তাহমিনা বেগম মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।

এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ড. আবদুস সোবহান গোলাপ মিয়া, স্বতন্ত্র কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, তৃণমূল বিএনপির প্রবীণ হালাদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের নকুল কুমার বিশ্বাস, জাতীয় পার্টির আব্দুল খালেক ও জাকের পার্টির ইকবাল হোসেন।