বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট শিকারের পর মাঠে হাঁটু গেড়ে সিজদা করতে গিয়েছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। যদিও তিনি সিজদাটি করেননি। তবুও সমর্থকদের দ্বারা ট্রলের শিকার হয়েছেন শামি। তখন বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি এই ভারতীয় ক্রিকেটার।
অবশেষে সেই ট্রলের জবাব দিয়েছেন শামি। ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আজ তক’কে দেওয়া এক সাক্ষাৎকারে শামি বলেন, ‘যদি আমি প্রার্থনা করতে চাইতাম, কে আমাকে আটকাতে পারতো? আমি কাউকে প্রার্থনা করতে গেলে থামিয়ে দিবো না। যদি আমি প্রার্থনা করতে চাই, করবো। এতে সমস্যা কী? আমি গর্বের সঙ্গে বলবো, আমি একজন মুসলিম, আমি একজন ভারতীয়। এটির সঙ্গে কী সমস্যা?’
ভারত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন শামি। ২৪ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ৫০ উইকেট (১৪ ম্যাচে) শিকারের রেকর্ডও গড়েছেন এই ডানহাতি পেসার।