দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর ক্ষমতাশীন আওয়ামী লীগের সঙ্গে তিন দফা বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। এসব বৈঠকে ক্ষমতাসীনদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হওয়ার গুঞ্জন থাকলেও তা স্বীকার করেনি কোনো পক্ষ।
গতকাল মঙ্গলবার তৃতীয় দফা বৈঠকের পর বুধবার (১৩ ডিসেম্বর) আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি স্বীকার করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘আসন বণ্টনসহ অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। এক টেবিলে বসার পর তো অনেক কিছু নিয়ে আলোচনা হয়।’
এর আগে গত সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে কয়েকজন মন্ত্রী গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পরদিন মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে নালিশ করেন। পরে বুধবার আসন ভাগাভাগির বিষয়টি জানালো জাপা।
জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।