খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে যায়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ভোরে মুসুল্লিরা মসজিদে যাওয়ার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পায়। এসময় আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এজলাস কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফা আগুনে পুড়ে যায়।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, এজলাসে বাহির থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে এটা করা হয়েছে।