রামপুরা থানার মামলায় গ্রেপ্তার যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শেখ সাদী মঙ্গলবার এ আদেশ দেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মোনায়েমের আইনজীবী ওমর ফারুক ফারুকী। এদিকে আবদুল মোনায়েমের রিমান্ড শুনানির সময় হট্টগোল হয়েছে। একপর্যায়ে বিচারক এজলাসও ত্যাগ করেন।
আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, উচ্চ আদালতের নির্দেশনা না মেনে আবারও রামপুরা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোনায়েমকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পরে রিমান্ড শুনানি না করার জন্য বিচারকের কাছে তাঁরা আবেদন করেন। তারপরও শুনানি নিয়ে আদালত মোনায়েমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে গত বছরের ডিসেম্বরে রামপুরা থানায় মামলা করে পুলিশ। যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে গত ৮ মার্চ গ্রেপ্তার করে পুলিশ।