০৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের দাম নিয়ে মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। যাঁরা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করতেও বলা হয়েছে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তবে এই বিষয়ে আজকের মন্ত্রিসভার আলোচ্য বিষয় ছিল না বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক।

ভারত সম্প্রতি পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একেক বাজারে বিক্রেতারা পেঁয়াজের একেক রকম দাম রাখছেন।

এমন অবস্থায় সাংবাদিকেরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানতে চেয়েছিলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে কোনো নির্দেশনা ছিল কি না? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পেঁয়াজ নিয়ে মন্ত্রিসভায় নয়, আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ। তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠপর্যায়ে এখন নিবিড়ভাবে তদারক (ক্লোজ মনিটরিং) হচ্ছে। আজকে তার কিছুটা প্রভাব (ইমপ্যাক্ট) পাওয়া যাচ্ছে, গতকাল যে (পেঁয়াজের দাম বৃদ্ধির) প্রবণতা ছিল, আজ তো সেই প্রবণতা নেই।’

এই নির্দেশনা মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হয়েছে, নাকি মন্ত্রিসভার বাইরে দিয়েছেন এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, ‘এই সিদ্ধান্ত মন্ত্রিসভার আলোচ্য বিষয় ছিল না। এটা হলো সাধারণ প্রশাসনিক ব্যাপার। যখন একটি ক্রাইসিস বা সমস্যা তৈরি হয়, তখন ওই মন্ত্রণালয়ে যাঁরা সংশ্লিষ্ট থাকেন, তাঁদের নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্তগুলো দিয়ে থাকি। যেহেতু এটা নিয়ে কাজ শুরু হয়েছে, তাই আজ কোনো আলোচনা হয়নি।’

সূত্র : প্রথম আলো

বিষয়

পেঁয়াজের দাম নিয়ে মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ০৩:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। যাঁরা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছেন, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করতেও বলা হয়েছে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তবে এই বিষয়ে আজকের মন্ত্রিসভার আলোচ্য বিষয় ছিল না বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক।

ভারত সম্প্রতি পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একেক বাজারে বিক্রেতারা পেঁয়াজের একেক রকম দাম রাখছেন।

এমন অবস্থায় সাংবাদিকেরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে জানতে চেয়েছিলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে কোনো নির্দেশনা ছিল কি না? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পেঁয়াজ নিয়ে মন্ত্রিসভায় নয়, আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ। তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠপর্যায়ে এখন নিবিড়ভাবে তদারক (ক্লোজ মনিটরিং) হচ্ছে। আজকে তার কিছুটা প্রভাব (ইমপ্যাক্ট) পাওয়া যাচ্ছে, গতকাল যে (পেঁয়াজের দাম বৃদ্ধির) প্রবণতা ছিল, আজ তো সেই প্রবণতা নেই।’

এই নির্দেশনা মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হয়েছে, নাকি মন্ত্রিসভার বাইরে দিয়েছেন এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, ‘এই সিদ্ধান্ত মন্ত্রিসভার আলোচ্য বিষয় ছিল না। এটা হলো সাধারণ প্রশাসনিক ব্যাপার। যখন একটি ক্রাইসিস বা সমস্যা তৈরি হয়, তখন ওই মন্ত্রণালয়ে যাঁরা সংশ্লিষ্ট থাকেন, তাঁদের নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্তগুলো দিয়ে থাকি। যেহেতু এটা নিয়ে কাজ শুরু হয়েছে, তাই আজ কোনো আলোচনা হয়নি।’

সূত্র : প্রথম আলো