০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অনুষ্ঠানে উপস্থিত না থেকেও বক্তার তালিকায় নাম, সিলেট বিএনপিতে ক্ষোভ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার সিলেটে মানববন্ধনের আয়োজন করে বিএনপি। দুপুরে আদালত চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন না দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির আহমদ। তবে অনুষ্ঠান শেষে জেলা বিএনপির পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এ মানববন্ধনে খন্দকার মুক্তাদির বক্তব্য রেখেছেন।

মানববন্ধনে উপস্থিত নেতাকর্মী বেঙ্গলনিউজকে বলেন, তারা খন্দকার মুক্তাদিরকে অনুষ্ঠানস্থল কিংবা আশেপাশে কোথাও দেখেননি। মানববন্ধনের বিভিন্ন ছবিতেও তাকে দেখা যায়নি।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ‘নির্দিষ্ট স্থানেই কর্মসূচি পালনের লক্ষ্য ছিল আমাদের। কিন্তু মানববন্ধনের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশের সময় পুলিশ এসে মৌখিক বাধা দেয়। যার ফলে আমরা আদালত চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হই।’

তিনি বলেন, ‘খন্দকার মুক্তাদির কর্মসূচিতে এসেছিলেন। তবে, আদালত চত্বরে ঢুকতে যেয়ে পুলিশি বাধায় তাকে ফেরত যেতে হয়েছে।’

মানববন্ধন কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। খন্দকার মুক্তাদিরের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমি উনাকে মানববন্ধনে দেখিনি। অনেক সাংবাদিকও সেখানে ছিলেন। তারা এ ব্যাপারে আরও ভালো বলতে পারবেন।

মানববন্ধন কর্মসূচি শেষে রোববার বিকেল ৪টার দিকে সিলেট জেলা বিএনপির অফিসিয়াল ইমেইল থেকে সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর বিএনপি।

রবিবার বেলা দুইটায় নগরের সুরমা পয়েন্টে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি শুরু করলেও পুলিশের ব্যাপক বাধার মুখে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে গিয়ে আদালত চত্বরে কর্মসূচি পালন করেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বিষয়

অনুষ্ঠানে উপস্থিত না থেকেও বক্তার তালিকায় নাম, সিলেট বিএনপিতে ক্ষোভ

প্রকাশিত: ০৫:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার সিলেটে মানববন্ধনের আয়োজন করে বিএনপি। দুপুরে আদালত চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন না দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির আহমদ। তবে অনুষ্ঠান শেষে জেলা বিএনপির পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এ মানববন্ধনে খন্দকার মুক্তাদির বক্তব্য রেখেছেন।

মানববন্ধনে উপস্থিত নেতাকর্মী বেঙ্গলনিউজকে বলেন, তারা খন্দকার মুক্তাদিরকে অনুষ্ঠানস্থল কিংবা আশেপাশে কোথাও দেখেননি। মানববন্ধনের বিভিন্ন ছবিতেও তাকে দেখা যায়নি।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ‘নির্দিষ্ট স্থানেই কর্মসূচি পালনের লক্ষ্য ছিল আমাদের। কিন্তু মানববন্ধনের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশের সময় পুলিশ এসে মৌখিক বাধা দেয়। যার ফলে আমরা আদালত চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হই।’

তিনি বলেন, ‘খন্দকার মুক্তাদির কর্মসূচিতে এসেছিলেন। তবে, আদালত চত্বরে ঢুকতে যেয়ে পুলিশি বাধায় তাকে ফেরত যেতে হয়েছে।’

মানববন্ধন কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। খন্দকার মুক্তাদিরের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমি উনাকে মানববন্ধনে দেখিনি। অনেক সাংবাদিকও সেখানে ছিলেন। তারা এ ব্যাপারে আরও ভালো বলতে পারবেন।

মানববন্ধন কর্মসূচি শেষে রোববার বিকেল ৪টার দিকে সিলেট জেলা বিএনপির অফিসিয়াল ইমেইল থেকে সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর বিএনপি।

রবিবার বেলা দুইটায় নগরের সুরমা পয়েন্টে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি শুরু করলেও পুলিশের ব্যাপক বাধার মুখে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে গিয়ে আদালত চত্বরে কর্মসূচি পালন করেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।