০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষের ১২ বছরের সাজা

ছবি: ইন্টারনেট

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীরে সিনিয়র সহসভাপতি পিযুষ কান্তি দের বিরুদ্ধে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা জারি করা হয়েছে। তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আদালত সূত্র সাজা পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে গত বৃহস্পতিবার জালিয়াতির ও ভ‚মিদস্যুতার একটি মামলায় (কোতোয়ালি জিআর-১৯৪/১৪) পিযুষ ও তাঁর সহযোগীসহ নয়জনকে ১২ বছরের সশ্রম কারাদÐ দিয়েছেন সিলেট ডিভিশনাল বিশেষ জজ আদালত।

সাজাপ্রাপ্তদের মধ্যে পিযুষের সহযোগী প্রণয়, বিনয়ভ‚ষণ, নোমান ও দুলাল দত্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে পিযুষসহ অপর পাঁচ সাজাপ্রাপ্ত আসামি পলাতক।

পিযুষ ৫ আগস্টের পর থেকে গা-ঢাকা দিয়েছেন। গত জুলাই-আগস্টের আন্দোলনের সময় নাশকতা ও হামলার অভিযোগে হত্যা এবং বিস্ফোরকসহ একডজনের অধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

মামলা সূত্রে জানা গেছে, নগরের শেখঘাট-ভাঙ্গাটিকরের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষের প্রধান আস্তানা ছিল মির্জাজঙ্গাল লামাবাজার এলাকায়। ২০১৯ সালের ২২ জানুয়ারি ও একই বছরের ১২ সেপ্টেম্বর র‌্যাব-৯ তাঁ গ্রেপ্তার করে। পরে সে জামিনে বেরিয়ে ফের অপরাধ কর্মকাণ্ড চালাতে থাকে। তবে ৫ আগস্টের পরপরই আত্মগোপনে চলে যান পীযুষ।

স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষের ১২ বছরের সাজা

প্রকাশিত: ০৮:০০:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীরে সিনিয়র সহসভাপতি পিযুষ কান্তি দের বিরুদ্ধে গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা জারি করা হয়েছে। তাঁকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আদালত সূত্র সাজা পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে গত বৃহস্পতিবার জালিয়াতির ও ভ‚মিদস্যুতার একটি মামলায় (কোতোয়ালি জিআর-১৯৪/১৪) পিযুষ ও তাঁর সহযোগীসহ নয়জনকে ১২ বছরের সশ্রম কারাদÐ দিয়েছেন সিলেট ডিভিশনাল বিশেষ জজ আদালত।

সাজাপ্রাপ্তদের মধ্যে পিযুষের সহযোগী প্রণয়, বিনয়ভ‚ষণ, নোমান ও দুলাল দত্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে পিযুষসহ অপর পাঁচ সাজাপ্রাপ্ত আসামি পলাতক।

পিযুষ ৫ আগস্টের পর থেকে গা-ঢাকা দিয়েছেন। গত জুলাই-আগস্টের আন্দোলনের সময় নাশকতা ও হামলার অভিযোগে হত্যা এবং বিস্ফোরকসহ একডজনের অধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

মামলা সূত্রে জানা গেছে, নগরের শেখঘাট-ভাঙ্গাটিকরের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষের প্রধান আস্তানা ছিল মির্জাজঙ্গাল লামাবাজার এলাকায়। ২০১৯ সালের ২২ জানুয়ারি ও একই বছরের ১২ সেপ্টেম্বর র‌্যাব-৯ তাঁ গ্রেপ্তার করে। পরে সে জামিনে বেরিয়ে ফের অপরাধ কর্মকাণ্ড চালাতে থাকে। তবে ৫ আগস্টের পরপরই আত্মগোপনে চলে যান পীযুষ।