ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জন প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হলে প্রাণ রক্ষার্থে রাজনৈতিক, বিচারক ও পুলিশ কর্মকর্তাসহ ৬২৬ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে ৬১৫ জন স্ব-উদ্যোগে সেনানিবাস ছেড়ে যান। এখনো সাতজন সেনানিবাসে আছেন। এছাড়া চারজনের বিরুদ্ধে মামলা হওয়ায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর জানায়, এদের মধ্যে ২৪ রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ বিচারক, ১৯ অসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজনসহ (স্ত্রী ও শিশু) সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অবস্থা বেগতিক দেখে আত্মগোপনে চলে যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, দলীয় এমপি ও নেতারা। পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা ও অনেক বিচারকও আত্মগোপন করেন।