০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: ৮১ জনের বিরুদ্ধে মামলা

গেল ৩ ও ৪ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং মারধরের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়াকে প্রধান আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে আসামি হিসেবে আওয়ামী লীগের ৮১ জনের নাম উল্লেখপূর্বক ‘অজ্ঞাত ১৫০/২০০ উল্লেখ করে মামলা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে উপজেলার কালিবাড়ী গ্রামের জুবায়ের আহমদ ইমরান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা  করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ জুলাই ২০২৪ ইং তারিখ হতে সারা দেশের ন্যায় কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করে গেলে ৩ আগস্ট বিকাল ২টার সময় ছাত্র-জনতা মিছিল নিয়ে টুকের বাজার হতে থানা বাজার পয়েন্টে যাওয়ার সময় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলা পরিষদ গেইটে পৌছামাত্র পিছন দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে করে স্বাক্ষীগণ আহত হন। এরপর দ্বিতীয় দিন ৪ আগস্ট মিছিল নিয়ে গেলে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে থানা বাজারে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ মামলার বিষয়ে বাদী জুবায়ের আহমদ ইমরান বলেন আমি সিলেট আলিয়া মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র। গেলো ৩ ও ৪ আগস্ট আমিসহ আন্দোলনকারী যারা ছিলেন তাদের উপরে হামলা করা হয়। বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে ৮১ জনের নাম উল্লেখপূর্বক ১৫০/২০০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, মামলা হয়েছে আসামী ধরতে অভিযান অব্যাহত আছে৷

বিষয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: ৮১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৭:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

গেল ৩ ও ৪ আগস্ট সিলেটের কোম্পানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং মারধরের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়াকে প্রধান আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে আসামি হিসেবে আওয়ামী লীগের ৮১ জনের নাম উল্লেখপূর্বক ‘অজ্ঞাত ১৫০/২০০ উল্লেখ করে মামলা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে উপজেলার কালিবাড়ী গ্রামের জুবায়ের আহমদ ইমরান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা  করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ জুলাই ২০২৪ ইং তারিখ হতে সারা দেশের ন্যায় কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করে গেলে ৩ আগস্ট বিকাল ২টার সময় ছাত্র-জনতা মিছিল নিয়ে টুকের বাজার হতে থানা বাজার পয়েন্টে যাওয়ার সময় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের উপজেলা পরিষদ গেইটে পৌছামাত্র পিছন দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে করে স্বাক্ষীগণ আহত হন। এরপর দ্বিতীয় দিন ৪ আগস্ট মিছিল নিয়ে গেলে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে থানা বাজারে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ মামলার বিষয়ে বাদী জুবায়ের আহমদ ইমরান বলেন আমি সিলেট আলিয়া মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র। গেলো ৩ ও ৪ আগস্ট আমিসহ আন্দোলনকারী যারা ছিলেন তাদের উপরে হামলা করা হয়। বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে ৮১ জনের নাম উল্লেখপূর্বক ১৫০/২০০ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, মামলা হয়েছে আসামী ধরতে অভিযান অব্যাহত আছে৷