সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে দিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন, পর্যায়ক্রমে সব সরকারি স্থাপনা থেকে শেখ হাসিনার নাম মুছে দেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ছিল শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। তার নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ মাহমুদ।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার কারণও জানিয়েছেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সঙ্গে তার নাম জড়িত আছে, এবং হাজার মানুষ মারা গিয়েছেন, আমরা মনে করি তিনি এর সঙ্গে সরাসরি যুক্ত।’
আসিফ মাহমুদ আরও বলেন, যুব উন্নয়ন ইনস্টিটিউটের নতুন নাম বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি। এই বিষয়ে প্রক্রিয়া চলমান থাকবে এবং দ্রুত এটা সম্পন্ন হবে।