অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে, শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা স্পষ্ট করেননি তিনি।
প্রসঙ্গত, গত সোমবার (৫ আগস্ট) তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান শেখ হাসিনা। তার প্রায় চার দিন পর, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পরপরই জয়ের তরফ থেকে এই মন্তব্য এল।
জয় বলেছেন, ‘আপাতত হাসিনা ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন।’