সিলেটের গোলাপগঞ্জে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার বেলা ২টার দিকে পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ধারাবাহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।
এর আগে, সকাল থেকেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুড়ে। এরপর থেকেই নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগের নেতাকর্মীদের আগ্নেয়াস্ত্র, রামদা, রড, হকিস্টিক ও লাঠি হাতে মহড়া দিতে দেখা গেছে। মহড়ায় ছাত্রলীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেখানে যোগ দিতে ছাত্র-জনতা উপস্থিত হলে দুপুর ১২টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক ছাত্র-জনতা আহত হন। গুলিবিদ্ধ হন এক কিশোর।