০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কোটা সংস্কার আন্দোলন

এবার ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক শিক্ষার্থীদের

ছবি-সংগৃহীত

দেশব্যাপী ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং পরদিন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার রাতে সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

সারাদেশের আপামর জনসাধারণকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক ভিডিও বার্তায় বলেন, ‘এই খুনি সরকারের সাথে আলোচনার সকল পথ বন্ধ হয়ে গেছে। সারাদেশে আজ (শুক্রবার) আমাদের ছয়জন ভাইকে শহীদ করা হয়েছে। কতজন আহত হয়েছেন এখনো পর্যন্ত জানি না। সুতরাং আগামীকালকের মধ্যে আমাদের নয় দফা দাবি মানতে হবে। অন্যথায় সারাদেশে অসহযোগ আন্দোলনের শুরু হবে। প্রত্যেকটি পাড়া মহল্লা স্কুল কলেজসহ প্রতিটি প্রতিষ্ঠানে গণকমিটি করে আন্দোলন চালিয়ে নেওয়া হবে।’

প্রবাসী এবং গার্মেন্টস শ্রমিকেদের উদ্দেশ্য করে এই সমন্বয়ক বলেন, ‘প্রবাসী ভাইয়েরা এবং গার্মেন্টস শ্রমিকেরা আপনারা কেউ এ সরকারকে সহযোগিতা করবেন না। কোনো গার্মেন্টস শ্রমিকেরা আপনারা গার্মেন্টসে যাবেন না। প্রবাসীরা এক টাকাও দেশে পাঠাবেন না।’

এদিকে, ডিবি হেফজত থেকে ছাড়া পাওয়া এই আন্দেলনের অন্যতম ছয় সমন্বয়ক শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা আন্দোলন স্থগিতের যে ভিডিবার্তা ডিবি কার্যালয় থেকে দিয়েছিলেন তা ‘জোর’ করে দেওয়ানো হয়েছে। স্বেচ্ছায় দেননি। তারাও জানান, আন্দোলন অব্যাহত থাকবে।

কোটা সংস্কার আন্দোলন

এবার ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৯:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

দেশব্যাপী ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং পরদিন রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার রাতে সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

সারাদেশের আপামর জনসাধারণকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক ভিডিও বার্তায় বলেন, ‘এই খুনি সরকারের সাথে আলোচনার সকল পথ বন্ধ হয়ে গেছে। সারাদেশে আজ (শুক্রবার) আমাদের ছয়জন ভাইকে শহীদ করা হয়েছে। কতজন আহত হয়েছেন এখনো পর্যন্ত জানি না। সুতরাং আগামীকালকের মধ্যে আমাদের নয় দফা দাবি মানতে হবে। অন্যথায় সারাদেশে অসহযোগ আন্দোলনের শুরু হবে। প্রত্যেকটি পাড়া মহল্লা স্কুল কলেজসহ প্রতিটি প্রতিষ্ঠানে গণকমিটি করে আন্দোলন চালিয়ে নেওয়া হবে।’

প্রবাসী এবং গার্মেন্টস শ্রমিকেদের উদ্দেশ্য করে এই সমন্বয়ক বলেন, ‘প্রবাসী ভাইয়েরা এবং গার্মেন্টস শ্রমিকেরা আপনারা কেউ এ সরকারকে সহযোগিতা করবেন না। কোনো গার্মেন্টস শ্রমিকেরা আপনারা গার্মেন্টসে যাবেন না। প্রবাসীরা এক টাকাও দেশে পাঠাবেন না।’

এদিকে, ডিবি হেফজত থেকে ছাড়া পাওয়া এই আন্দেলনের অন্যতম ছয় সমন্বয়ক শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা আন্দোলন স্থগিতের যে ভিডিবার্তা ডিবি কার্যালয় থেকে দিয়েছিলেন তা ‘জোর’ করে দেওয়ানো হয়েছে। স্বেচ্ছায় দেননি। তারাও জানান, আন্দোলন অব্যাহত থাকবে।