০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে জমিতেই খুন

ছবি-প্রতীকী

সিলেটের কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রাজ্জাক (৫৪) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শুক্রবার সকাল ৮টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মেঘারগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার উত্তর রাজনগর গ্রামের মৃত সফর আলীর ছেলে আব্দুর রাজ্জাক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৃতের ছেলে ও ভাই।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন থেকে পুরান মেঘারগাঁও গ্রামের ইমাম উদ্দিন, মইন উদ্দিন, আফতাব মিয়া, সুরুজ মিয়ার পরিবারের সাথে জমি নিয়ে বিবাদ চলছিল আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজনের। এনিয়ে আদালতে মামলা চলমান। মাস খানেক আগে আদালত রায় দেয় আব্দুর রাজ্জাকের পক্ষে। জমির দখলেও আব্দুর রাজ্জাক ও তার পরিবার, তারা জমি চাষাবাদ করে আসছেন। শুক্রবার সকালে জমিতে জোরপূর্বক হালচাষ করার জন্য নামেন ইমাম উদ্দিনসহ তার পরিবারের লোকজন। এ সময় আব্দুর রাজ্জাক তার ছেলে সিরাজুল ইসলাম ও ভাই তাজুল ইসলাম চাষাবাদে বাঁধা দিতে যান। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পরে সকাল ১০টার সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাকে মৃত বলে ঘোষণা দেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বলেন, জমি নিয়ে খুনের এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়

কোম্পানীগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে জমিতেই খুন

প্রকাশিত: ০৮:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রাজ্জাক (৫৪) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

শুক্রবার সকাল ৮টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মেঘারগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার উত্তর রাজনগর গ্রামের মৃত সফর আলীর ছেলে আব্দুর রাজ্জাক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৃতের ছেলে ও ভাই।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন থেকে পুরান মেঘারগাঁও গ্রামের ইমাম উদ্দিন, মইন উদ্দিন, আফতাব মিয়া, সুরুজ মিয়ার পরিবারের সাথে জমি নিয়ে বিবাদ চলছিল আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজনের। এনিয়ে আদালতে মামলা চলমান। মাস খানেক আগে আদালত রায় দেয় আব্দুর রাজ্জাকের পক্ষে। জমির দখলেও আব্দুর রাজ্জাক ও তার পরিবার, তারা জমি চাষাবাদ করে আসছেন। শুক্রবার সকালে জমিতে জোরপূর্বক হালচাষ করার জন্য নামেন ইমাম উদ্দিনসহ তার পরিবারের লোকজন। এ সময় আব্দুর রাজ্জাক তার ছেলে সিরাজুল ইসলাম ও ভাই তাজুল ইসলাম চাষাবাদে বাঁধা দিতে যান। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পরে সকাল ১০টার সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাকে মৃত বলে ঘোষণা দেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বলেন, জমি নিয়ে খুনের এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।