সিলেটে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ছররা গুলি, সাউন্ডগ্রেনড ও টিয়ারগ্যাস ছুঁড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
আজ শুক্রবার বিকেল চারটার দিকে নগরের আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে বাদ জুমা সুরমা আবাসিক এলাকা থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নগরীর মদিনা মার্কেট এলাকার দিকে এগুতো থাকে। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংর্ঘষ বাঁধে। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এ রির্পোট লেখা পর্যন্ত (বিকেল ৫টা ৩০ মিনিট) আন্দোলনকারী ও পুলিশের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।
এ ঘটনায় সাংবাদিকসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।