০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোপার সেরা একাদশে আর্জেন্টিনার ৫, ব্রাজিলের এক ফুটবলার?

ছবি-সংগৃহীত

কোপা আমেরিকার এবারের আসরে অংশ নিয়েছিল ১৬টি দল। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলেছে আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া ও কানাডা। অন্যদিকে ব্রাজিলের জন্য এবারের আসর ছিল হতাশার।

ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে শিরোপার লড়াইয়ে ছিল কলম্বিয়া। তবে জেমস রদ্রিগেজদের হারিয়ে ঠিকই শিরোপা নিজেদের করে নিয়েছে আলবিসেলেস্তেরা।

এদিকে কোপা আমেরিকা শেষ হওয়ার দুই সপ্তাহ পর ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের সেরা একাদশ, যেখানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার ৫ ফুটবলার। গোলরক্ষক হিসেবে এ একাদশে আছেন বাজপাখিখ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। পুরো আসরে তিনি গোল হজম করেছেন কেবল ১টি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ত্রাতা ছিলেন তিনি, ফেরান ২টি শট।

মার্টিনেজ ছাড়াও এ একাদশে লিওনেল মেসি ছাড়াও আছেন ক্রিস্টিয়ান রোমেরো, রদ্রিগো দি পল ও লাওতারো মার্তিনেজ। এছাড়াও কলম্বিয়ার দুজন এবং ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের একজন করে ফুটবলার আছেন এই একাদশে।

ব্রাজিল থেকে কেবল রাফিনিয়াই জায়গা করে নিয়েছেন এই একাদশে, কলম্বিয়ার ডেভিনসন সানচেজ এবং হামেস রদ্রিগেজ আছেন সেরা একাদশে। উরুগুয়ের মানুয়েল উগার্তে, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি এবং কানাডার অ্যালিস্টার জনস্টন জায়গা করে নিয়েছেন এই একাদশে।

কোপার সেরা একাদশে আর্জেন্টিনার ৫, ব্রাজিলের এক ফুটবলার?

প্রকাশিত: ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

কোপা আমেরিকার এবারের আসরে অংশ নিয়েছিল ১৬টি দল। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলেছে আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া ও কানাডা। অন্যদিকে ব্রাজিলের জন্য এবারের আসর ছিল হতাশার।

ফাইনালে আর্জেন্টিনার সঙ্গে শিরোপার লড়াইয়ে ছিল কলম্বিয়া। তবে জেমস রদ্রিগেজদের হারিয়ে ঠিকই শিরোপা নিজেদের করে নিয়েছে আলবিসেলেস্তেরা।

এদিকে কোপা আমেরিকা শেষ হওয়ার দুই সপ্তাহ পর ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের সেরা একাদশ, যেখানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার ৫ ফুটবলার। গোলরক্ষক হিসেবে এ একাদশে আছেন বাজপাখিখ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। পুরো আসরে তিনি গোল হজম করেছেন কেবল ১টি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ত্রাতা ছিলেন তিনি, ফেরান ২টি শট।

মার্টিনেজ ছাড়াও এ একাদশে লিওনেল মেসি ছাড়াও আছেন ক্রিস্টিয়ান রোমেরো, রদ্রিগো দি পল ও লাওতারো মার্তিনেজ। এছাড়াও কলম্বিয়ার দুজন এবং ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের একজন করে ফুটবলার আছেন এই একাদশে।

ব্রাজিল থেকে কেবল রাফিনিয়াই জায়গা করে নিয়েছেন এই একাদশে, কলম্বিয়ার ডেভিনসন সানচেজ এবং হামেস রদ্রিগেজ আছেন সেরা একাদশে। উরুগুয়ের মানুয়েল উগার্তে, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি এবং কানাডার অ্যালিস্টার জনস্টন জায়গা করে নিয়েছেন এই একাদশে।