সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জনিয়েছেন দেশের শিল্পীরা। সেইসাথে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে দৃশ্যমান শিল্পী সমাজের ব্যানারে জড়ো হন শিল্পীরা।
এ সময় সহিংসতা বন্ধের দাবি জানা বক্তারন। এ ছাড়া হত্যার হিসাব, বিচারের দাবির পাশাপাশি নির্বিচারে গুলি বন্ধের দাবিও জানান তারা। বক্তারা গণ-গ্রেফতার ও হয়রানি বন্ধসহ আটক শিক্ষার্থীদের মুক্তিরও দাবিও করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেতা মোশাররফ করিম, চলচ্চিত্রকার আকরাম খান, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, অভিনেত্রী সাবিলা নূর, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, নাজিয়া হক অর্ষা, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত এবং অভিনেত্রী নাদিয়াসহ অনেকে।