০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কোটা সংস্কার আন্দোলন

নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

ছবি-সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গত ১৮ জুলাই থেকে সংঘাত-সহিংসতায় রূপ নেয়। পরদিন সংঘাত-সহিংসতা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সরকারি হিসেবে এ পর্যন্ত সহিংসতায় ছাত্র-জনতাসহ ১৪৭ জনের মৃত্যু হয়েছে। যদিও আন্দোলনকারীদের দাবি, নিহতের সংখ্যা ২৬৬।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৯ জুলাই রাত থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকার। মাঠে নামানো হয় সেনাবাহিনীর সদস্যদের।

কোটা সংস্কার আন্দোলন

নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

প্রকাশিত: ০৩:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গত ১৮ জুলাই থেকে সংঘাত-সহিংসতায় রূপ নেয়। পরদিন সংঘাত-সহিংসতা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সরকারি হিসেবে এ পর্যন্ত সহিংসতায় ছাত্র-জনতাসহ ১৪৭ জনের মৃত্যু হয়েছে। যদিও আন্দোলনকারীদের দাবি, নিহতের সংখ্যা ২৬৬।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৯ জুলাই রাত থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকার। মাঠে নামানো হয় সেনাবাহিনীর সদস্যদের।