দেশজুড়ে টানা ১০ দিন ধরে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর অবশেষে আজ (রোববার) বিকেল ৩টা থেকে সারাদেশে ফোরজি ইন্টারনেট সেবা চালু হচ্ছে। একই সঙ্গে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে তিন দিন।
সকালে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এর আগে দেশের মোবাইল অপারেটর কোম্পানি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), অ্যাসোয়িশেন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশের (অ্যামটব) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পলক। এ বৈঠকে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত হয়।
পলক বলেন, ‘আজ বিকেল ৩টার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারবো। বিকাল ৩টার পর থেকে সারাদেশে মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে। মোবাইল অপারেটর কোম্পানিগুলোও যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেবে।’
তবে, মেটার জনপ্রিয় তিনটি অ্যাপ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক এখনো বন্ধ রয়েছে। এ বিষয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ফেসবুক কতৃপক্ষকে চিঠি দিয়েছে বিটিআরসি। ৩১ জুলাইয়ের মধ্যে ঢাকায় এসে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক হলে এসব অ্যাপ চালুর বিষয়ে সরকার বিবেচনা করবে।
প্রসঙ্গ, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় গত ১৭ জুলাই থেকে সারাদেশে মোবাইল ইন্টারনেট এ সেবা বন্ধ হয়ে যায়।