০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুবককে মুগুর দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

সিলেটের কানাইঘাটে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার রাজাগঞ্জ দাওয়াদারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আহাদ (৩৫) গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র।

নিহতের স্ত্রী সেলিনা বেগম জানান, প্রায় দুইমাস পূর্বে একই বাড়ির ফয়জুর রহমানের ছেলে সুমনকে কাতারে নিয়েছিলেন পাশের মইনা গ্রামের মাহতাব নামের এক ব্যক্তি। সুমনকে প্রবাসে পাঠানোর মধ্যস্ততায় ছিলেন আব্দুল আহাদ। সুমন প্রবাসে যাওয়ার পর কথামতো কাজ না পাওয়ায় বিষয়টি তার পরিবারকে জানায়।

এনিয়ে আজ সকাল সুমনের বাবা ফয়জুর রহমান, ভাই রুবেল আহমদ ও আব্দুল মতিন আব্দুল আহাদের বাড়িতে যান। কথাবার্তার একপর্যায়ে সুমনের বাবা ও ভাই উত্তেজিত হয়ে আব্দুল আহাদের মাথায় মুগুর দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে তাকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল আহাদ মারা যান।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে নিহতের পরিবরের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে বলে তিনি জানান।

বিষয়

যুবককে মুগুর দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১১:৫৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

সিলেটের কানাইঘাটে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার রাজাগঞ্জ দাওয়াদারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আহাদ (৩৫) গ্রামের মৃত মানিক মিয়ার পুত্র।

নিহতের স্ত্রী সেলিনা বেগম জানান, প্রায় দুইমাস পূর্বে একই বাড়ির ফয়জুর রহমানের ছেলে সুমনকে কাতারে নিয়েছিলেন পাশের মইনা গ্রামের মাহতাব নামের এক ব্যক্তি। সুমনকে প্রবাসে পাঠানোর মধ্যস্ততায় ছিলেন আব্দুল আহাদ। সুমন প্রবাসে যাওয়ার পর কথামতো কাজ না পাওয়ায় বিষয়টি তার পরিবারকে জানায়।

এনিয়ে আজ সকাল সুমনের বাবা ফয়জুর রহমান, ভাই রুবেল আহমদ ও আব্দুল মতিন আব্দুল আহাদের বাড়িতে যান। কথাবার্তার একপর্যায়ে সুমনের বাবা ও ভাই উত্তেজিত হয়ে আব্দুল আহাদের মাথায় মুগুর দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে তাকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল আহাদ মারা যান।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে নিহতের পরিবরের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে বলে তিনি জানান।