০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শাবিপ্রবির হলে হলে আন্দোলনকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ২ টায় পূর্ব ঘোষণা অনুযায়ী নিহত শিক্ষার্থীদের স্মরণে শাবির মূল ফটকের সামনে গায়েবানা জানাযা পড়েন তারা। এরপর বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী জানান, ছাত্র আন্দোলনের তীব্রতা দেখে ভয় পেয়ে সরকার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমরা ক্যম্পাসে থেকেই আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে, বিকেল ৪টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিয়ন্ত্রিত হলগুলোতে তল্লাশী শুরু করেন। এসময় কক্ষগুলো থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র, বেশকিছু দেশিয় অস্ত্র ও মদের খালি বোতল জব্দ করেন তারা। পরে এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। তল্লাশীকালে ছাত্রলীগ নেতারা হলে ছিলেন না।

শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই। সন্ত্রাসীদের বিরুদ্ধে তল্লাশী চালানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, কিছু শিক্ষার্থী হল ছেড়ে চলে গেছেন। বাকীদের বুঝিয়ে হল ছাড়তে বলা হচ্ছে।

এরআগে সকালে সিন্ডিকেট সভা করে দুপুর ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়কর্তৃপক্ষ। তবে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এই নির্দেশনা মানছেন না। তারা উল্টো বিশ্ববিদ্যালয়ের কোয়াটারে থেকে শিক্ষক ও কর্মকর্তাদের ক্যাম্পাস ছাড়ার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

শাবিপ্রবির হলে হলে আন্দোলনকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৬:৪৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ২ টায় পূর্ব ঘোষণা অনুযায়ী নিহত শিক্ষার্থীদের স্মরণে শাবির মূল ফটকের সামনে গায়েবানা জানাযা পড়েন তারা। এরপর বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী জানান, ছাত্র আন্দোলনের তীব্রতা দেখে ভয় পেয়ে সরকার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমরা ক্যম্পাসে থেকেই আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে, বিকেল ৪টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নিয়ন্ত্রিত হলগুলোতে তল্লাশী শুরু করেন। এসময় কক্ষগুলো থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র, বেশকিছু দেশিয় অস্ত্র ও মদের খালি বোতল জব্দ করেন তারা। পরে এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। তল্লাশীকালে ছাত্রলীগ নেতারা হলে ছিলেন না।

শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই। সন্ত্রাসীদের বিরুদ্ধে তল্লাশী চালানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, কিছু শিক্ষার্থী হল ছেড়ে চলে গেছেন। বাকীদের বুঝিয়ে হল ছাড়তে বলা হচ্ছে।

এরআগে সকালে সিন্ডিকেট সভা করে দুপুর ৩টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়কর্তৃপক্ষ। তবে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এই নির্দেশনা মানছেন না। তারা উল্টো বিশ্ববিদ্যালয়ের কোয়াটারে থেকে শিক্ষক ও কর্মকর্তাদের ক্যাম্পাস ছাড়ার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন।