১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো গোল্ডেন বুট পেলেন ৬ জন

ছবি-সংগৃহীত

বার্লিনে রোববার রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারে মতো ইউরোর শিরোপা জিতেছে স্পেন। আর তাতে পর্দা নামল ইউরো ২০২৪ আসরের মাসব্যাপী জমজমাট আসরের; প্রায় সমান আলো ছড়িয়েছেন অনেক স্ট্রাইকারই। তাই গোল্ডেন বুট কার হাতে উঠে সে নিয়ে আগ্রহ ছিল সবার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট এবার যৌথভাবে জিতলেন ছয় ফুটবলার।

আসরে সর্বোচ্চ ৩টি করে গোল করেন চ্যাম্পিয়ন স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে।

ইউরোর নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে অলমো-কেনের মাঝে কেউ গোল না দিলে গোল্ডেন বুট পাবেন ৬ ফুটবলারই। ফাইনালের অ্যাসিস্ট কিংবা কত সময় খেলেছে এটা হিসেব করা হবে না। সেই মোতাবেক ৬ জনের মাঝে ভাগ হয় এক গোল্ডেন বুট।

প্রথমবারের মতো গোল্ডেন বুট পেলেন ৬ জন

প্রকাশিত: ০৪:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

বার্লিনে রোববার রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারে মতো ইউরোর শিরোপা জিতেছে স্পেন। আর তাতে পর্দা নামল ইউরো ২০২৪ আসরের মাসব্যাপী জমজমাট আসরের; প্রায় সমান আলো ছড়িয়েছেন অনেক স্ট্রাইকারই। তাই গোল্ডেন বুট কার হাতে উঠে সে নিয়ে আগ্রহ ছিল সবার।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট এবার যৌথভাবে জিতলেন ছয় ফুটবলার।

আসরে সর্বোচ্চ ৩টি করে গোল করেন চ্যাম্পিয়ন স্পেনের দানি ওলমো, ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে।

ইউরোর নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে অলমো-কেনের মাঝে কেউ গোল না দিলে গোল্ডেন বুট পাবেন ৬ ফুটবলারই। ফাইনালের অ্যাসিস্ট কিংবা কত সময় খেলেছে এটা হিসেব করা হবে না। সেই মোতাবেক ৬ জনের মাঝে ভাগ হয় এক গোল্ডেন বুট।