০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শাবিতে মধ্যরাতে ছাত্রলীগের হামলা, রক্তাক্ত শিক্ষার্থী

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোটা আন্দোলনকারিদের সাথে ছাত্রলীগের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আন্দোলনকারি এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ঐ শিক্ষার্থীর নাম দেলওয়ার হোসেন শিশির। তিনি ইংরেজি বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত।

গতকাল রবিবার রাত সাড়ে ১২টায় কোটাবিরোধী মিছিল নিয়ে আবাসিক হলগুলো থেকে গোলচত্বরে এসে জড়ো হন হাজারো শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা তুমি কে! আমি কে! রাজাকার, রাজাকার; সারা বাংলার মাটি রাজাকারের ঘাটি; শাবিপ্রবির মাটি রাজাকারের ঘাটি; চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার; সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও ইত্যাদি স্লোগান দিতে দিতে হলরাস্তার অভিমুখে রওনা হন।

একই সময় শাহপরাণ হল প্রাঙ্গণ থেকে ক্যাম্পাস অভিমুখে মিছিল বের করেন ছাত্রলীগ। উভয় পক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মুখোমুখি শিক্ষার্থী স্লোগানের পাল্টা জবাবে তুমি কে! আমি কে! বাঙালি বাঙালি স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ।

একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগ শিক্ষার্থীদের সামনে থাকা ছাত্রীদের শরীরে আঘাত করেন বলে অভিযোগ করেন কোটা বিরোধী আন্দোলনের শাবির শাখা সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ।

তিনি বলেন, ছাত্রলীগ এলোপাতাড়ি আমাদেরকে ও আমাদের বোনদের উপর আঘাত করেছেন। আমরা যারা মিছিলের সামনে থাকা আমাদের বোনদেরকে রক্ষা করার চেষ্টা করছিলাম তাদের সবাইকে আঘাত করা হয়েছে। এতে করে আমাদের ভাই ও বোনদের মধ্যে ২০ জনের মতো আঘাতের শিকার হয়েছেন। এছাড়া গুরুতর আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তবে, হামলার বিষয়টি অস্বীকার করেছেন শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান রহমান খলিল। তিনি বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। বরং আমরা তাদেরকে জায়গা করে দিছি তারা তাদের মিছিল নিয়ে গেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘দুইপক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। পরে তা স্বাভাবিক হয়ে যায়। কেউ আহত হয়েছে কিনা শিক্ষার্থীরা এমন কোনো বিষয়ে জানাননি।’

শাবিতে মধ্যরাতে ছাত্রলীগের হামলা, রক্তাক্ত শিক্ষার্থী

প্রকাশিত: ১২:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোটা আন্দোলনকারিদের সাথে ছাত্রলীগের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আন্দোলনকারি এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ঐ শিক্ষার্থীর নাম দেলওয়ার হোসেন শিশির। তিনি ইংরেজি বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত।

গতকাল রবিবার রাত সাড়ে ১২টায় কোটাবিরোধী মিছিল নিয়ে আবাসিক হলগুলো থেকে গোলচত্বরে এসে জড়ো হন হাজারো শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা তুমি কে! আমি কে! রাজাকার, রাজাকার; সারা বাংলার মাটি রাজাকারের ঘাটি; শাবিপ্রবির মাটি রাজাকারের ঘাটি; চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার; সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও ইত্যাদি স্লোগান দিতে দিতে হলরাস্তার অভিমুখে রওনা হন।

একই সময় শাহপরাণ হল প্রাঙ্গণ থেকে ক্যাম্পাস অভিমুখে মিছিল বের করেন ছাত্রলীগ। উভয় পক্ষ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মুখোমুখি শিক্ষার্থী স্লোগানের পাল্টা জবাবে তুমি কে! আমি কে! বাঙালি বাঙালি স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ।

একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগ শিক্ষার্থীদের সামনে থাকা ছাত্রীদের শরীরে আঘাত করেন বলে অভিযোগ করেন কোটা বিরোধী আন্দোলনের শাবির শাখা সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিফ।

তিনি বলেন, ছাত্রলীগ এলোপাতাড়ি আমাদেরকে ও আমাদের বোনদের উপর আঘাত করেছেন। আমরা যারা মিছিলের সামনে থাকা আমাদের বোনদেরকে রক্ষা করার চেষ্টা করছিলাম তাদের সবাইকে আঘাত করা হয়েছে। এতে করে আমাদের ভাই ও বোনদের মধ্যে ২০ জনের মতো আঘাতের শিকার হয়েছেন। এছাড়া গুরুতর আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তবে, হামলার বিষয়টি অস্বীকার করেছেন শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান রহমান খলিল। তিনি বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। বরং আমরা তাদেরকে জায়গা করে দিছি তারা তাদের মিছিল নিয়ে গেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘দুইপক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। পরে তা স্বাভাবিক হয়ে যায়। কেউ আহত হয়েছে কিনা শিক্ষার্থীরা এমন কোনো বিষয়ে জানাননি।’