কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে (৯০) মিনিটে গোল করতে পারেনি দুই দলের কেউই। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে দুর্দান্ত এক গোল করে দলকে জয় এনে দেন লাওতারো মার্তিনেজ। তাঁর করা এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আজ কলম্বিয়া-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচের শুরু থেকেই ছিল চরম নাটকীয়তা। দর্শকদের বিশৃঙ্খলার কারণে খেলা শুরু হয় ১ ঘন্টা ১০ মিনিট পর। এরপর ম্যাচ শুরু হলেও প্রথমার্ধে দাপট দেখিয়েছেন জেমস রদ্রিগেজরাই। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। তাঁর বদলি হিসেবে নামা নিকো গঞ্জালেস এরপর গোলের দেখা পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
এদিকে দুই দুলই দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পেতে ব্যর্থ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও দাপট দেখিয়েছে কলম্বিয়া। একের পর এক আক্রমণে ব্যস্ত রেখেছে আলবিসেলেস্তেদের রক্ষণ। প্রতিপক্ষের আক্রমণ সামলে স্কালোনির শিষ্যরাও গোলের লক্ষ্যে মরিয়া হয়েই লড়াই করেছে।
এদিকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ঠিকই লিড আদায় করে নিয়েছে আর্জেন্টিনা। ১১২ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। তাঁর করা এই একমাত্র গোলেই নিশ্চিত হয় আর্জেন্টিনার ১৫তম কোপা আমেরিকা শিরোপা জয়।
এর আগে দর্শকদের বিশৃঙ্খলার কারণে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি ৮০ মিনিট পর শুরু হয়। বাংলাদেশ সময় সকাল ছয়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও কয়েক দফা পেছানোর পর সকাল সাতটা ২৫ মিনিটে হাইভোল্টেজের ফাইনালটি শুরু হয়।