হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই জেলের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিহত জেলের নাম মো. হোসেন আলী (৪০)। তিনি উপজেলার সুনামপুর গ্রামের সিফাত আলীর ছেলে। নিখোঁজ অপরজন হলেন গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহ আলম (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে গ্রামের হোসেন আলী ও শাহ আলম মিয়া বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা নিখোঁজ হয়ে যায়। পরে বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। শুরু হয় উদ্ধার অভিযান। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল হোসেন আলীর মরদেহ উদ্ধার করে। তবে শাহ আলমের খুঁজ পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজ শাহ আলমকে উদ্ধারে চেষ্ঠা চলছে বলে জানিয়েছেন বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ দোলোয়ার হোসেন।
তিনি জানান, হোসেন আলীর মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।