সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ মা–মেয়েসহ তিনজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৩ জুলাই) সকালে এ তথ্য জানান দোয়ারাবাজার ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোহাম্মদ আবদুল হান্নান।
তিনি বলেন, ‘আমরা গতকালও উদ্ধারকাজে ছিলাম, আজও আছি। নদীতে প্রবল স্রোত। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি।’
এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের সুরমা নদীর আজমপুর খেয়াঘাট এলাকায় তাঁরা নিখোঁজ হন।
নিখোঁজ তিনজন হলেন উপজেলার আজমপুর এলাকায় বাসিন্দা গুলজান বেগম (৬৫), জোছনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে হাবিবা আক্তার (২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একটি ছোট নৌকায় করে আটজন নদী পার হয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। নৌকাটি মাঝনদী দিয়ে যাওয়ার সময় পানির তোড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন সেখান থেকে পাঁচজনকে জিবিত উদ্ধার করেন। বাকি তিনজন পানির স্রোতে ভেসে যান।