সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে এক লাখ ১৯ হাজার ৬শ কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। অজ বৃহস্পতিবার ভোরে শহরতলীর প্রবেশদ্বার শাহপরাণ ব্রিজ ও বটেশ্বর এলাকা থেকে এসব চিনি জব্দ করে পুলিশ।
পুলিশ জানিয়েছে জব্দকৃত চিনির মূল্য এক কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকা। এসময় ৭ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলো- পাবনা জেলার মো. হাফিজুর রহমান (২৭), একই জেলার মো. রফিক হোসেন (৩২), মো. হাফিজুর রহমান (২৮), রাজশাহী জেলার মো. শিমুল হক (২৯), নাটোর জেলার মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা জেলার সাইফুল ইসলাম (৩২) ও শাকিল শেখ (২০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার তাহিয়াত আহমদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম শাহপরাণ ব্রিজ এলাকা থেকে ৭টি ট্রাক আটক করে আটক করে। পরে তল্লাশি চালিয়ে এসব ট্রাক থেকেেএক লাখ ১৯ হাজার ৬শ কেজি ভারতীয় চোরাই জব্দ করা হয়। চিনির মূল্য এক কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।