সিলেটে ৫৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। এসময় এক চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মো. মোরাদ হাসান (১৯) গোয়াইনঘাট উপজেলার সালুটিকর গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে।
বুধবার (১০ জুলাই) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার বেলা তিনটায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল কেওয়াছড়া চা-বাগান এলাকা থেকে চোরাই চিনি ভর্তি দুটি পিকআপ জব্দ করা হয়। এসময় ট্রাক থেকে ৫৫ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার ৮০০ টাকা।
আটক চোরাকারবারীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে