সারাদেশের ন্যায় সিলেটেও শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালিত হচ্ছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন।
এদিকে আজ সকাল থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজেই কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের।
বুধবার (১০ জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন কোটাবিরোধী শিক্ষার্থীরা।
এ সময় রাস্তায় দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ।
শিক্ষার্থীদের এক দফা দাবি হলো ‘সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা সংস্কার করতে হবে।’
এদিকে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র ‘অবৈধ’ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর একমাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।
তবে আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে, ততক্ষণ রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে