১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সিলেটে বন্যা

কুশিয়ারা নদীর যে ২টি পয়েন্ট এখনও বিপৎসীমার ওপরে

বৃষ্টিপাতের পরিমাণ কমায় সিলেটের নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। তবে সুরমা-কশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

বুধবার (২৬ জুন) সকালে সিলেট পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

আজ সকাল নয়টায় পাউবোর তথ্যানুযায়ী, সুরমা নদীর কামাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। অপরদিকে কুশিয়ারা নদীর আমলসীদ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ৯২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, গত ২৪ ঘন্টায় সিলেটে  ০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এসময়ে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়নি। তবে আগামী ২৮ তারিখ থেকে সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে তিনি জানান।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত থাকায় পানি ধীরগতিতে নামছে। তবে বৃষ্টির পরিমাণ কমে এলে পরিস্থিতির আরও উন্নতি হবে।

সিলেটে বন্যা

কুশিয়ারা নদীর যে ২টি পয়েন্ট এখনও বিপৎসীমার ওপরে

প্রকাশিত: ১০:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

বৃষ্টিপাতের পরিমাণ কমায় সিলেটের নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। তবে সুরমা-কশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

বুধবার (২৬ জুন) সকালে সিলেট পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

আজ সকাল নয়টায় পাউবোর তথ্যানুযায়ী, সুরমা নদীর কামাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। অপরদিকে কুশিয়ারা নদীর আমলসীদ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ৯২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, গত ২৪ ঘন্টায় সিলেটে  ০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এসময়ে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়নি। তবে আগামী ২৮ তারিখ থেকে সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে তিনি জানান।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত থাকায় পানি ধীরগতিতে নামছে। তবে বৃষ্টির পরিমাণ কমে এলে পরিস্থিতির আরও উন্নতি হবে।