টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের ফেঞ্চুগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংখ্য মানুষ। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলেও জনদুর্ভোগ এখনো কমেনি। দুর্বিসহ দিন কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের।
বন্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জে বাড়িঘর ও রাস্তাঘাটের পাশাপাশি ক্ষতি হয়েছে কৃষি ও কৃষকের। আউশ ধান ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে বেশি।
জেলা প্রশাসনের তথ্য বলছে, এখনো উপজেলার ২৫টি গ্রামে বন্যার পানি রয়েছে। পানিবন্দী আছেন ১৮ হাজারের বেশি পরিবার।
ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে ফেঞ্চুগঞ্জে বিস্তীর্ণ ফসলের মাঠের ক্ষতিসাধন হয়েছে। এরই মধ্যে ১৯২০ হেক্টর আউশ ধানের জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে এছাড়া ৫৭০ হেক্টর মৌসুমি শাকসবজির ক্ষতি হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ জানান, আউশ ধানের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য ৫৬০ জন কৃষককে আমন সিজনের জন্য সার ও বীজ প্রনোদনা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুশিয়ারা নদী তীরবর্তী ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন ও ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের কৃষকদের।