০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
পানিবন্দি প্রায় ৪ লাখ মানুষ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান আনোয়ারুজ্জামানের

দল-মত নির্বিশেষ সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, বন্যায় সিলেটে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি মোকাবেলায় সিসিকের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। বন্যাদুর্গতদের দুর্ভোগ কমাতে যা যা প্রয়োজন সব করা হবে।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টায় নগরভবনের সম্মেলনকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ যেন ভোগান্তি না পোহান সেদিকে নজর রাখা হয়েছে জানিয়ে সিসিক মেয়র বলেন, আশ্রিতদের
শুকনো ও রান্না করা খাবার দেওয়া হচ্ছে। সঙ্গে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে।
যতদিন বন্যার পানি না কমছে ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। নগরভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখান থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রম আমি নিজে তদারিক করবো।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এক মিনিটের জন্যও আমাদের কার্যক্রম বন্ধ হবে না। সরকারের উচ্চ মহল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে দফায় দফায় যোগাযোগ হয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় যত ধরনের সহযোগিতা দরকার তারা করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় সিলেট মহানগর ও জেলায় ৮৬৪টি গ্রাম ও এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় ৩ লাখ ৭১ হাজার ৫০৭ জন মানুষ বন্যায় আক্রান্ত। মোট ৬১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্য পর্যন্ত আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৯২৪ জন মানুষ।

সংবাদ সম্মেলনে সিসিকের সব ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পানিবন্দি প্রায় ৪ লাখ মানুষ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান আনোয়ারুজ্জামানের

প্রকাশিত: ১০:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

দল-মত নির্বিশেষ সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, বন্যায় সিলেটে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি মোকাবেলায় সিসিকের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। বন্যাদুর্গতদের দুর্ভোগ কমাতে যা যা প্রয়োজন সব করা হবে।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টায় নগরভবনের সম্মেলনকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ যেন ভোগান্তি না পোহান সেদিকে নজর রাখা হয়েছে জানিয়ে সিসিক মেয়র বলেন, আশ্রিতদের
শুকনো ও রান্না করা খাবার দেওয়া হচ্ছে। সঙ্গে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে।
যতদিন বন্যার পানি না কমছে ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। নগরভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখান থেকে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রম আমি নিজে তদারিক করবো।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, এক মিনিটের জন্যও আমাদের কার্যক্রম বন্ধ হবে না। সরকারের উচ্চ মহল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে দফায় দফায় যোগাযোগ হয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় যত ধরনের সহযোগিতা দরকার তারা করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় সিলেট মহানগর ও জেলায় ৮৬৪টি গ্রাম ও এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় ৩ লাখ ৭১ হাজার ৫০৭ জন মানুষ বন্যায় আক্রান্ত। মোট ৬১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্য পর্যন্ত আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৯২৪ জন মানুষ।

সংবাদ সম্মেলনে সিসিকের সব ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।