০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে জাল ভোট দেওয়ার অভিযোগে উত্তেজনা, সাংবাদিকের উপর হামলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে সিলেটে সাংবাদিকের উপর হামলা, জাল ভোট দেওয়ার অভিযোগে ভোট বর্জন ও দুই চেয়ারম্যান প্রর্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোটগ্রহণ চলাকালে সিলেটের সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও গোলাপগঞ্জের কয়স্তগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

বেলা আড়াইটার দিকে সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র তৃতীয়বার জাল ভোট দিতে এসে ম্যাজিস্ট্রেটের হাতে আটক হন তানজীদ আহমদ (১৯) নামে এক তরুণ। কিছুক্ষণ পর তাকে ছাড়িয়ে নিতে আসেন চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিকের সমর্থক স্থানীয় ইউপি সদস্য শাবাজ আহমদ ও যুবক ডালিম আহমদ। জাল ভোটারকে ছাড়াতে না পেরে ছবি তোলার কারনে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিন ২৪ডটকমের ফটো সাংবাদিক রেজা রুবেলকে বেদড়ক মারধর করেন সুজাত আলী রফিকের কর্মী-সমর্থকেরা।

জাল ভোট দিতে এসে তরুণ আটক

এদিক, বেলা একটার দিকে দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। তারা বেশ কিছু সময় ধরে আ.লীগ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সুজাত আলী রফিকের কাপ-পিরিচ প্রতীকে জাল ভোট দেন। খবর পেয়ে চা-বাগানের ভোটাররা কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পালিয়ে যান। এ সময় ভোটাররা ভোট স্থগিতের দাবি জানানোর পাশাপাশি ভোট বর্জন করেন। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে সিলেট সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ‘আমরা কেন্দ্রে এসে শুনেছি, এখানে কিছু জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ জন্য দুটি ব্যালট বই বাতিল করা হয়েছে।’

ভোটারশূন্য একটি কেন্দ্র। ছবি সিলেট সদর উপজেলার লাখাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গোলাপগঞ্জের কায়স্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ও আবু সুফিয়ান উজ্জ্বলের প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে অপর প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের কর্মী সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়ায়। এসময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

প্রধম ধাপে বুধবার সিলেটের চার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এই চার উপজেলায় মোট ভোটার ৮ লাখ ১৪ হাজার ৫২ জন। এসব উপজেলায় তিনটি পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেটে জাল ভোট দেওয়ার অভিযোগে উত্তেজনা, সাংবাদিকের উপর হামলা

প্রকাশিত: ০৭:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে সিলেটে সাংবাদিকের উপর হামলা, জাল ভোট দেওয়ার অভিযোগে ভোট বর্জন ও দুই চেয়ারম্যান প্রর্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোটগ্রহণ চলাকালে সিলেটের সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও গোলাপগঞ্জের কয়স্তগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

বেলা আড়াইটার দিকে সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র তৃতীয়বার জাল ভোট দিতে এসে ম্যাজিস্ট্রেটের হাতে আটক হন তানজীদ আহমদ (১৯) নামে এক তরুণ। কিছুক্ষণ পর তাকে ছাড়িয়ে নিতে আসেন চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিকের সমর্থক স্থানীয় ইউপি সদস্য শাবাজ আহমদ ও যুবক ডালিম আহমদ। জাল ভোটারকে ছাড়াতে না পেরে ছবি তোলার কারনে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিন ২৪ডটকমের ফটো সাংবাদিক রেজা রুবেলকে বেদড়ক মারধর করেন সুজাত আলী রফিকের কর্মী-সমর্থকেরা।

জাল ভোট দিতে এসে তরুণ আটক

এদিক, বেলা একটার দিকে দলদলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। তারা বেশ কিছু সময় ধরে আ.লীগ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সুজাত আলী রফিকের কাপ-পিরিচ প্রতীকে জাল ভোট দেন। খবর পেয়ে চা-বাগানের ভোটাররা কেন্দ্রের সামনে বিক্ষোভ শুরু করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পালিয়ে যান। এ সময় ভোটাররা ভোট স্থগিতের দাবি জানানোর পাশাপাশি ভোট বর্জন করেন। এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে সিলেট সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ‘আমরা কেন্দ্রে এসে শুনেছি, এখানে কিছু জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ জন্য দুটি ব্যালট বই বাতিল করা হয়েছে।’

ভোটারশূন্য একটি কেন্দ্র। ছবি সিলেট সদর উপজেলার লাখাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গোলাপগঞ্জের কায়স্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ও আবু সুফিয়ান উজ্জ্বলের প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে অপর প্রার্থী মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের কর্মী সমর্থকদের মধ্যেও উত্তেজনা ছড়ায়। এসময় ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

প্রধম ধাপে বুধবার সিলেটের চার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এই চার উপজেলায় মোট ভোটার ৮ লাখ ১৪ হাজার ৫২ জন। এসব উপজেলায় তিনটি পদে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।