সিলেটের গোলাপগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করগাও আদমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাবেদ আহমদ (২৬) গ্রামের আফতাব আলীর ছেলে।
জানা যায়, প্রবাসে পাঠানোর পাওনা টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই রোববার রাতে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে জাবেদের উপর হামলা চালায়। জখমি অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।
স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন জানান, চলমান বিরোধ মিমাংসার জন্য সালিশ চলমান ছিল। বার বার বৈঠক করেও কোন সুরাহা হচ্ছিল না।
গোলাপগঞ্জ থানার ওসি মাছুদুল আমীন বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।