পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটে প্রথমবারের মতো চালু হলো ন্যায্যমূল্যের দোকান ‘রমজান বাজার’। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২টায় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এ বাজারে এসে কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।
পুরো রমজান মাসজুড়ে প্রতিদিনই এই দোকান থেকে ন্যায্যমূল্য পণ্য কিনতে পারবেন ভোক্তারা। সহযোগিতায় রয়েছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও জেলা প্রশাসন।
এ সময় সিসিসক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সিলেটে এই প্রথম এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ন্যায্যমূল্যের দোকান রমজানের বাজার করতে নগরবাসীকে অনেকটা স্বস্তি এনে দিবে। এই দোকানে সব ধরণের পণ্যদ্রব্য ন্যায্যদামে ক্রয় করতে পারবেন ভোক্তারা। সকল পেশার মানুষ এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পণ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। রমজান এলে অসাধু ব্যবসায়ীরা সাধারণ জনগণকে কষ্ট দিয়ে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সিটি করপোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোক্তারা। তারা বলছেন, দিনে দিনে দ্রব্যমূল্যের দাম য হারে বৃদ্ধি পাচ্ছে তাতে সব কিছুই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ন্যায্যমূল্যের দোকান বসানোয় অন্তত পবিত্র এই মাসে কিছুটা হলেও মানুষের স্বস্তি ফিরবে।
ন্যায্যমূল্যে দোকানে ক্রয় করতে আসা নগরের বনকলাপাড়া এলাকার বাসিন্দা কয়সর মিয়া বলেন, ‘আমি এখানে এসে পেঁয়াজ, তেল, চাল, ছোলা কিনেছি। বাজার থেকে দামও কিছুটা কম এখানে।’ বাজারের যে তালিকা নিয়ে এসেছিলাম দাম ন্যায্য হওয়ায় পরিমাণমত সব কিছুই কিনতে পেরেছি।
শেখঘাট এলাকার মামুন আহমদ বলেন, ‘আমি একটি ফার্মেসিতে চাকরি করি। সিমিত বেতন পাই। বাজারে গিয়ে পন্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। শুনলাম এখানে ন্যায্যদামে পণ্য বিক্রি হচ্ছে; তাই এসেছি।’
রিকশাচালক ফরিদ মিয়া বলেন, ‘এখানে এসে বাজার থেকে কম দামে চাল, ডাল, পেঁয়াজ, চিনি কিনেতে পারায় আমি খুশি।’
সিলেট চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ জানান, ন্যায্যমূল্যের এই দোকানে সবধরনের পণ্য নির্ধারিত দামে পণ্য সামগ্রী বিক্রি করা হবে। পুরো রমজান মাস এই সুবিধা পাবেন সিলেটবাসী। সকল শ্রেণি পেশার মানুষ এই অস্থায়ী দোকানে পণ্য ক্রয় করতে পারবেন বলে জানা তিনি।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ের কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তা ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ীরা।