বকেয়া বেতনের দাবিতে এবার কাফনের কাপড় পরে আন্দোলনে নেমেছেন সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। মঙ্গলবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামনে চৌহাট্টা-আম্বরখানা সড়ক অবরোধ করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
এদিকে অবরোধের কারণে নগরীর চৌহাট্টা-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী মানুষজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারী ও বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সদস্যসচিব নাদিম সীমান্ত বলেন, ১৫ মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ। কার চাকরি আছে কার নেই তাও অনেকে জানেন না। হাতেগোনা দুয়েকজন ঠিকই বেতন নিচ্ছেন। আর আমরা না খেয়ে মরতে বসেছি। এসব সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনে নামবে কর্মচারীরা।