সিলেট আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সিলেট শহরতলীর খাদিম ও দক্ষিণ সুরমা লালাবাজারে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা পপি রানী তালুকদার (২৯), কোম্পানীগঞ্জ উপজেলার ধলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৩) ও অটোরিকশাচালক মুনসুর আলী (২৭)। তিনি বিশ্বনাথের বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা পপি রানী তালুকদারকে চাপা দেয়। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী।
এদিকে দুপুর দেড়টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের অদূরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশচালকসহ ছয়জন আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মুনসুর আলীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে নেওয়ার পর নাজমা ও মুনসুর মারা যান।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জাফর ইমাম বলেন, লাশগুলে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।