সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বাদশা বাজারে গত শুক্রবার গিয়েছিল কিশোর মাসুম আহমদ (১৫)। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অবশেষে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারত সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ নম্বর পিলারের পাশে তার গলাকাটা লাশ পাওয়া গেছে।
আজ শুক্রবার ভোরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে থানাপুলিশ জানিয়েছে। নিহত মাসুম উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রন জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ভারত সীমান্তে লাশটি পড়ে থাকতে দেখে বাংলাদেশের বাসিন্দাদের জানান ভারতের বাসিন্দারা। খবর পেয়ে লাশ শনাক্ত করেন মাসুমের স্বজনেরা।
মাসুমের মামা জহির উদ্দিন বলেন, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কানাইঘাটের সীমান্তবর্তী বাদশা বাজারে গিয়েছিল মাসুম। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মাসুম কীভাবে ভারতের ভেতরে গেল, বুঝতে পারছি না।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজ ভোরে বিজিবির কাছে মাসুমের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। পরে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে সমঝানো হয়েছে।