০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
জমি নিয়ে বিরোধ

চাচাতো ভাইদের হামলায় একজন নিহত

সিলেটের ওসমানীনগরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের বেতখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন গ্রামের শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বেতখাই গ্রামের জিলু মিয়া ও আনোয়ার হোসেনের সাথে একই বাড়ির চাচাতো ভাই গণি মিয়া ও তার ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) জিলু মিয়াকে একা পেয়ে মারপিট করার অভিযোগ উঠে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মিমাংসা করে দেওয়ার জন্য আগামীকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) বিচারের তারিখ ধার্য করেন। কিন্তু মিমাংসার পূর্বেই শনিবার সকাল সাড়ে ৮টায় জিলু মিয়াদের উপর গণি মিয়া, বাদশা মিয়া , কাদির মিয়া, শাহিন মিয়া ও সুমন মিয়া হামলা চালান। একপর্যায়ে প্রতিপক্ষের লোতজন আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন মারা যান।

এছাড়া আহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক নিহতের খবর নিশ্চিত করে খোলা কাগজকে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিষয়

জমি নিয়ে বিরোধ

চাচাতো ভাইদের হামলায় একজন নিহত

প্রকাশিত: ০৫:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

সিলেটের ওসমানীনগরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের বেতখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন গ্রামের শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বেতখাই গ্রামের জিলু মিয়া ও আনোয়ার হোসেনের সাথে একই বাড়ির চাচাতো ভাই গণি মিয়া ও তার ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) জিলু মিয়াকে একা পেয়ে মারপিট করার অভিযোগ উঠে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মিমাংসা করে দেওয়ার জন্য আগামীকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) বিচারের তারিখ ধার্য করেন। কিন্তু মিমাংসার পূর্বেই শনিবার সকাল সাড়ে ৮টায় জিলু মিয়াদের উপর গণি মিয়া, বাদশা মিয়া , কাদির মিয়া, শাহিন মিয়া ও সুমন মিয়া হামলা চালান। একপর্যায়ে প্রতিপক্ষের লোতজন আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন মারা যান।

এছাড়া আহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক নিহতের খবর নিশ্চিত করে খোলা কাগজকে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।