সিলেটের জৈন্তাপুরে একটি প্রাইভেকারের ভেতর থেকে ২৯৭টি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ। স্মার্টফোনগুলো ভারত থেকে অবধেভাবে দেশে নিয়ে আসা হয়েছিলো বলে পুলিশ জানিয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় চেতপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এ মোবাইল ফোনগুলা উদ্ধার করা হয়। মোবাইল চোরচালানের এসময় একজনকে আটক করে পুলিশ।
আটক ইউসুফ আলী (৪০) গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, ইউসুফ আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৭টায় কাটাগাঙ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার (সিলেট-খ ১১-০২৯৬) তল্লাশি করে ভারতীয় মোবাইলের এই চালান জব্দ করে জৈন্তাপুর থানাপুলিশ।
ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও ব্যবহৃত ২৯৭টি স্মার্ট ফোন চারটি কার্টনে প্যাকিং করে রাখা ছিলো।
সিলেটে জেলা পুলিশের কানাইঘাট সার্কেলের এএসপি অলোক শর্মা বলেন, সিলেটসহ বিভিন্ন এলাকার মোবাইল ফোনের দোকানে বিক্রির জন্য এগুলো ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা হয়েছিলো।