০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তিন ঘন্টায় ভোট পড়ল ৮৮টি

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়। সিলেট নগরীর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের একটি ভোট কেন্দ্রে কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪২৭৪। ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টার মধ্যে এ কেন্দ্র ভোট পড়েছে মোট ৮৮টি।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রের সামনেই পুলিশের সতর্ক অবস্থান।

নিরাপত্তায় নিয়োজিত দেখা যায় আনসার সদস্যদের। কিন্তু ভোটকেন্দ্রের সামনে নেই ভোটারের সারি। ভোটকেন্দ্রের ভেতরও নেই ভোটারের উপস্থিতি।

সিলেট-১ আসনে সরকার দলীয় নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাব, আম, মিনারা, ছড়ি প্রতীকসহ ৫ জন  প্রার্থী। ভোটকেন্দ্র দুটিতে নৌকার প্রার্থীর পোলিং এজেন্টের উপস্থিতি দেখা গেলেও অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের উপস্থিতি দেখা যায়নি।

কেন্দ্রের প্রিজাডিং অফিসার বলেন, ভোটকেন্দ্রে পরিবেশ খুবই ভালো। ভোট গ্রহণের সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান। তবে ভোটারের উপস্থিতি তুলনামূলক  কম। সকাল বলেই হয়তো উপস্থিতি কম। আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

বিষয়

তিন ঘন্টায় ভোট পড়ল ৮৮টি

প্রকাশিত: ০৫:০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুরু হয়। সিলেট নগরীর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের একটি ভোট কেন্দ্রে কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪২৭৪। ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টার মধ্যে এ কেন্দ্র ভোট পড়েছে মোট ৮৮টি।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রের সামনেই পুলিশের সতর্ক অবস্থান।

নিরাপত্তায় নিয়োজিত দেখা যায় আনসার সদস্যদের। কিন্তু ভোটকেন্দ্রের সামনে নেই ভোটারের সারি। ভোটকেন্দ্রের ভেতরও নেই ভোটারের উপস্থিতি।

সিলেট-১ আসনে সরকার দলীয় নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাব, আম, মিনারা, ছড়ি প্রতীকসহ ৫ জন  প্রার্থী। ভোটকেন্দ্র দুটিতে নৌকার প্রার্থীর পোলিং এজেন্টের উপস্থিতি দেখা গেলেও অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের উপস্থিতি দেখা যায়নি।

কেন্দ্রের প্রিজাডিং অফিসার বলেন, ভোটকেন্দ্রে পরিবেশ খুবই ভালো। ভোট গ্রহণের সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান। তবে ভোটারের উপস্থিতি তুলনামূলক  কম। সকাল বলেই হয়তো উপস্থিতি কম। আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।