০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতীক বরাদ্দ না পেয়ে আন্দোলনে স্বতন্ত্র মুহিব

আদালত কর্তৃক প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতীক বরাদ্দের জন্য সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়েছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেন তিনি।

এ সময় স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের পক্ষে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন তার কর্মী সমর্থকরা। এ সময় নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান অভিযোগ করে বলেন, চারদিন আগে গত ২৪ ডিসেম্বর  হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করার পরও ষড়যন্ত্র করে তাকে নির্বাচনী প্রতিক বরাদ্দ দেয়া হচ্ছে না। এইজন্য রিটার্নিং কর্মকর্তাকে দায়ী করে বলেন,তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সাংবাদিকদের বলেন- আদালতের ওই নির্দেশনার বিপরীতে আপিল করা হবে। এরজন্য ইতোমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছে ইলেকশন কমিশন। বিষয়টি আদালতকেন্দ্রীক তাই এর বেশি কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, মেয়র পদ থেকে পদত্যাগ না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৪ ডিসেম্বর মুহিবুরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর পর তিনি নির্বাচন কমিশনে আপিল করলে ১৫ ডিসেম্বর তাঁর আপিল না মঞ্জুর করা হয়। প্রার্থিতা ফিরে পেতে ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন তিনি। পরে বিচারপতি ইকবাল কবির ও বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান মুহিবুর রহমান।

বিষয়

প্রতীক বরাদ্দ না পেয়ে আন্দোলনে স্বতন্ত্র মুহিব

প্রকাশিত: ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

আদালত কর্তৃক প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতীক বরাদ্দের জন্য সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়েছেন সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেন তিনি।

এ সময় স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের পক্ষে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন তার কর্মী সমর্থকরা। এ সময় নানা ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান অভিযোগ করে বলেন, চারদিন আগে গত ২৪ ডিসেম্বর  হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করার পরও ষড়যন্ত্র করে তাকে নির্বাচনী প্রতিক বরাদ্দ দেয়া হচ্ছে না। এইজন্য রিটার্নিং কর্মকর্তাকে দায়ী করে বলেন,তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সাংবাদিকদের বলেন- আদালতের ওই নির্দেশনার বিপরীতে আপিল করা হবে। এরজন্য ইতোমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছে ইলেকশন কমিশন। বিষয়টি আদালতকেন্দ্রীক তাই এর বেশি কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, মেয়র পদ থেকে পদত্যাগ না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৪ ডিসেম্বর মুহিবুরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর পর তিনি নির্বাচন কমিশনে আপিল করলে ১৫ ডিসেম্বর তাঁর আপিল না মঞ্জুর করা হয়। প্রার্থিতা ফিরে পেতে ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন তিনি। পরে বিচারপতি ইকবাল কবির ও বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আদেশে প্রার্থিতা ফিরে পান মুহিবুর রহমান।