০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রতিপক্ষের বাসায় হামলা

সিলেটে শিশুদের ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রতিপক্ষের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জাকির আহমদ নামের এক যুবক আহত হয়েছেন। তিনি শামীমাবাদ আবাসিক এলাকার ১ নম্বর রোডের ইসলাম ভিলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শামীমাবাদ আবাসিক এলাকায় শিশুদের ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে বহিরাগত কিছু তরুণ-যুবক স্থানীয় কয়েকটি বাসায় ঢিল ছুড়ে। প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরপর বিষয়টি বুধবার বসে সমাধানের আশ্বাস দেন স্থানীয়রা। বিকেলে ৩০-৩৫ জন যুবক মিছিল নিয়ে শামীমাবাদ আবাসিক এলাকায় ঢুকে। এসময় জয় বাংলা স্লোগান দিয়ে ইসলাম ভিলা বাসায় হামলা করে। এসময় ওই বাসার বাসিন্দা জাকির আহমদকে ছুরিকাঘাত করে এক যুবক। প্রায় আধঘণ্টা বাসার লোকজনকে টার্গেট করে ইটপাটকেল ছুড়ে তারা।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ ফজল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা নিতে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি আপোষে সমাধান করবেন বলে জানিয়েছেন। থানায় লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।
বিষয়

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রতিপক্ষের বাসায় হামলা

প্রকাশিত: ০৫:০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

সিলেটে শিশুদের ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রতিপক্ষের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জাকির আহমদ নামের এক যুবক আহত হয়েছেন। তিনি শামীমাবাদ আবাসিক এলাকার ১ নম্বর রোডের ইসলাম ভিলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শামীমাবাদ আবাসিক এলাকায় শিশুদের ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে বহিরাগত কিছু তরুণ-যুবক স্থানীয় কয়েকটি বাসায় ঢিল ছুড়ে। প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরপর বিষয়টি বুধবার বসে সমাধানের আশ্বাস দেন স্থানীয়রা। বিকেলে ৩০-৩৫ জন যুবক মিছিল নিয়ে শামীমাবাদ আবাসিক এলাকায় ঢুকে। এসময় জয় বাংলা স্লোগান দিয়ে ইসলাম ভিলা বাসায় হামলা করে। এসময় ওই বাসার বাসিন্দা জাকির আহমদকে ছুরিকাঘাত করে এক যুবক। প্রায় আধঘণ্টা বাসার লোকজনকে টার্গেট করে ইটপাটকেল ছুড়ে তারা।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদ ফজল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসা নিতে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি আপোষে সমাধান করবেন বলে জানিয়েছেন। থানায় লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।