সিলেট নগরীর চালিবন্দর এলাকায় গডাউনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার ছুটির দিনে দোকান বন্ধ ছিলো। হঠাৎ সকাল সাড়ে আটটার দিকে বস্তার গুদাম, বাইসাইকেল ওয়ার্কসপ ও একটি ক্রোকারিজ দোকানে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ৫০ হাজার বস্তা, বাইসাইকেলের টুলস অ্যান্ড পার্টস ও কিছু ক্রোকারিজ মালামাল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটব সিকদার বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিয়ে কোন ধারণা পাওয়া যায়নি। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।