১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক দুই

ছবি: নিজস্ব

সিলেটে নগরে পাঁচ হাজার ২৫০ কেজি চোরাই চিনিসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের খাসদবির এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- গোয়াইনঘাট উপজেলার পাতনী (রুস্তমপুর) গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে মো. রুবেল আহমদ (২০) ও একই উপজেলার বিছনাকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এয়াপোর্ট থানাধীন খাসদবির এলাকা থেকে ১০৫ বস্তা চিনি জব্দ ও দুইজনকে আটক করা হয়। এসব চিনির বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়।

বিষয়

সিলেটে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক দুই

প্রকাশিত: ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

সিলেটে নগরে পাঁচ হাজার ২৫০ কেজি চোরাই চিনিসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের খাসদবির এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- গোয়াইনঘাট উপজেলার পাতনী (রুস্তমপুর) গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে মো. রুবেল আহমদ (২০) ও একই উপজেলার বিছনাকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এয়াপোর্ট থানাধীন খাসদবির এলাকা থেকে ১০৫ বস্তা চিনি জব্দ ও দুইজনকে আটক করা হয়। এসব চিনির বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়।