১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে গুলিতে দুইজন নিহত, আহত শতাধিক

ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার বেলা ২টার দিকে পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ধারাবাহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।

এর আগে, সকাল থেকেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুড়ে। এরপর থেকেই নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগের নেতাকর্মীদের আগ্নেয়াস্ত্র, রামদা, রড, হকিস্টিক ও লাঠি হাতে মহড়া দিতে দেখা গেছে। মহড়ায় ছাত্রলীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেখানে যোগ দিতে ছাত্র-জনতা উপস্থিত হলে দুপুর ১২টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক ছাত্র-জনতা আহত হন। গুলিবিদ্ধ হন এক কিশোর।

সিলেটে গুলিতে দুইজন নিহত, আহত শতাধিক

প্রকাশিত: ০৫:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার বেলা ২টার দিকে পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ধারাবাহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।

এর আগে, সকাল থেকেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুড়ে। এরপর থেকেই নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগের নেতাকর্মীদের আগ্নেয়াস্ত্র, রামদা, রড, হকিস্টিক ও লাঠি হাতে মহড়া দিতে দেখা গেছে। মহড়ায় ছাত্রলীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেখানে যোগ দিতে ছাত্র-জনতা উপস্থিত হলে দুপুর ১২টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক ছাত্র-জনতা আহত হন। গুলিবিদ্ধ হন এক কিশোর।